Eid Reunion by Narayanganj Association

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি জীবনযাপন করতে হয়েছিল জার্মানি প্রবাসী বাংলাদেশিদের। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং বিধিনিষেধ তুলে নেয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হচ্ছেন প্রবাসীরা।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এমনই একটি অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানি। দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরের সাউথ পার্কে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে এক মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

ঈদ পরবর্তী এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- সংগঠনটির সভাপতি নুরুদ্দিন মিঠু, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, মোহাম্মদ মোতালেব, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া ও তাদের পরিবারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। একে অপরের সঙ্গে দীর্ঘদিনের জমানো খোশগল্পে মেতে উঠেন তারা। ঈদের সাজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে নারীদের বালিশ খেলা এবং পুরস্কার বিতরণী, বাচ্চাদের নাচ গানসহ বিভিন্ন খেলাধুলায় দিনভর মেতে ছিলেন সকলে। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটিয়ে সবার মাঝে আনন্দ নিয়ে এসেছিল এ আয়োজন।

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top