গত ২৯শে আগস্ট ২০২১ জার্মানির নারায়নগন্জ সমিতির উদ্যোগে ফ্রাংকফোর্টের অদূরে কেলসটারবাগ পার্কেএক গ্রীষ্মকালীন উৎসবের আয়োজন করে । এই আনন্দঘন উৎসব দলমত সব পেশাশ্রেনীর প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়েছিলো । মূল আকর্ষন ছিলো প্রধান অতিথি শাহাবউদ্দিন মিয়া , যিনি এই প্রথমবারের মতো কোন বাংলাদেশী জার্মানির আগামী সংসদ নির্বাচনে সবুজ দল থেকে সংসদ সদস্য হিসেবে লড়বেন । দুপুর থেকেই জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসীরা এই মিলন মেলায় আসতে থাকেন । উৎসব চলে রাত অবধি । শুরুতে সমিতির সভাপতি আবু ফাজুল নুরুদ্দিন মিঠু সাধারন সম্পাদক মোহাম্মদ মোতালেব সবাইকে শুভেচ্ছা জানান । পরে সমিতির নেতৃবৃন্দ ও আগত কমিউনিটির শীর্ষজনরা প্রবাসে সৌহার্দপূর্ন বসবাস , সুখেদু:খে সবাই মিলেমিশে থাকা ও গৌরবময় বাংলাদেশকে জার্মানি তথা বিশ্বে তুলে ধরার উপর গুরুত্ব দিয়ে বক্তৃতা করেন । সমিতির নেতৃবৃন্দ তাদের বহুমুখী প্রবাসীদের কল্যানকর কাজ ছাড়াও তাদের কোন সদস্য মারা গেলে তার লাশ সমিতির খরচে দেশে পাঠাবেন বা জার্মানিতে দাফন করবেন বলে জানান । খোশগল্প , ছোটদের কোলাহল , খন্ড খন্ড আড্ডা , মজাদার গ্রীল খাবার আর আয়োজকদের আন্তরিকতায় পার্কটি মনে হচ্ছিলো এক টুকরো বাংলাদেশ । যাদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতায় এই উৎসব প্রানময় হয়ে উঠে ছিলো তারা হলেন সোহরাব হোসেন , সাইদুর রহমান মিঠু , মিজানুর রহমান মিঠু,মান্নান হক, মোহাম্মদ আমান, মনির হোসেন, তাইয়েব হোসেন , নিয়ামুল ভূঁইয়া , সামাদ আবদুস মিয়া , মোহাম্মদ মাসুম মিয়া, সাইফুদ্দিন সরকার, মোহাম্মদ লিটন, আহমেদ লিটন ও মোহাম্মদ আজাদসহ আরো অনেকে । অনেক জার্মানরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথি শাহাবউদ্দিন মিয়া সবার সাথে কুশল বিনিময় করেন ও বলেন তিনি নির্বাচিত হলে পরিবেশ দূষন ও ইমিগ্রান্ট সমস্যা নিয়ে কাজ করবেন । তিনি আরো বলেন , যে যে দেশে প্রবাসে বসবাস করি আমরা , আমাদের ঐ দেশের রাজনীতির সাথেই কাজ করা উচিত নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ।